1. info@globalinsite.online : GLOBAL INSITE : GLOBAL INSITE
  2. info@www.globalinsite.online : GLOBAL INSITE :
সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০১:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি :
জরুরী সাংবাদিক নিয়োগ চলছে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ! "𝐆𝐋𝐎𝐁𝐀𝐋 𝐈𝐍𝐒𝐈𝐓𝐄" সংবাদপত্রে জরুরী ভিত্তিতে সাংবাদিক নিয়োগ চলছে।
শিরোনাম :
অনলাইন বৃদ্ধি সর্বাধিক করার জন্য শীর্ষ ডিজিটাল বিপণন কৌশল ওঁ দিব্যান লোকান স্ব গচ্ছতু: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় রংপুর সমাবেশে অংশগ্রহণকারী ভাইয়ের অকাল মৃত্যু নোয়াখালীর ২০টি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া হলো ৪ হাজার ৭৭৬টি বই। উরুগুয়ে বনাম ব্রাজিল: উত্তেজনাপূর্ণ ফুটবল দ্বৈরথের বিশ্লেষণ ডেঙ্গুর প্রকোপে আরও একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১০৫২ জন। নেত্রকোনায় ভারতীয় কম্বলসহ এক পুলিশ সদস্যকে সেনাবাহিনী আটক করেছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ছিনতাইকারীদের হামলার ১৯ দিন পর অটোরিকশাচালকের মৃত্যু, শোকে ভেঙে পড়েছে পরিবার মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান হিসেবে শপথ নিলেন তুলসী গাবার্ড: ইসকন অনুসারী ও সনাতন ধর্মপ্রাণ নারী আওয়ামী লীগে কোনো অনুশোচনা নেই, বরং অপেক্ষা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার দিকে। নেপাল ও ভুটানের জলবিদ্যুৎ পাওয়ার জন্য নতুন গ্রিড তৈরির প্রয়োজনীয়তা নিয়ে কথা বলেছেন মুহাম্মদ ইউনূস।”

ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে ধনে পাতা!

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১০১ বার পড়া হয়েছে

খাবারের স্বাদ বাড়াতে ধনে পাতার জুড়ি মেলা ভার। মাছ, মাংস, সবজির তরকারির মতো রোজকার খাবার থেকে শুরু করে চপ, ঝালমুড়ি, ফুচকার মতো মুখরোচক খাবার, সর্বত্রই ধনে পাতার অবাধ যাতায়াত। তাই সারা বছরই এই পাতার আকাশছোঁয়া চাহিদা! কিন্তু ধনে পাতার কাজ কি শুধুই খাবারের স্বাদ বাড়ানো? মোটেই না। বিশেষজ্ঞরা বলছেন, স্বাদের পাশাপাশি ত্বকেরও খেয়াল রাখে ধনেপাতা।

অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং খনিজ পদার্থে ভরপুর ধনে পাতা ত্বকের বিভিন্ন সমস্যায় কাজে আসে। ত্বকের জেল্লাও বাড়ায়। জেনে নিন কী ভাবে ব্যবহার করবেন।

ধনে পাতার ফেস মাস্ক:
ধনে পাতার ফেস মাস্ক তৈরি করে ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারেন। নিয়মিত এই ফেস মাস্ক লাগালে দাগছোপ হালকা হবে, ত্বকের জেল্লাও ফিরবে। এক মুঠো তাজা ধনে পাতা পেস্ট করে নিন। এক টেবিল চামচ টক দইয়ের সঙ্গে ধনে পাতার পেস্ট মিশিয়ে মুখে লাগান। ১৫ মিনিট পর হালকা গরম পানিতে মুখ ধুয়ে ফেলুন।

ধনে পাতার টোনার:
ত্বকের যত্নে ধনে পাতার টোনারও ব্যবহার করতে পারেন। এই টোনার ত্বকের পিএইচ লেভেলের ভারসাম্য বজায় রাখে, ত্বক মসৃণ ও উজ্জ্বল করে। এক মুঠো ধনে পাতা পানিতে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। পানি ঠান্ডা করে ছেঁকে একটি স্প্রে বোতলে ভরে ফেলুন। ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করার পর এই টোনার ব্যবহার করুন।

ধনে পাতার তেল:
ধনে-মিশ্রিত তেল ত্বক ও চুলের পরিচর্যায় খুব উপকারী। ত্বকে পুষ্টি জোগায়, রক্ত সঞ্চালন বৃদ্ধি করে এবং ত্বকের জেল্লা ফেরায় ধনে পাতার এই তেল। এক কাপ নারকেল বা আমন্ড অয়েলের সঙ্গে এক মুঠো ধনে পাতা ১০ মিনিট ফুটিয়ে নিন। তেলটা ঠান্ডা করে ছেঁকে নিয়ে বোতলে ভরে রাখুন। ত্বকে ম্যাসাজ করুন ধনে পাতার এই তেল। ফল মিলবে হাতেনাতে!

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© 𝐆𝐋𝐎𝐁𝐀𝐋 𝐈𝐍𝐒𝐈𝐓𝐄
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট