বিকাশের উদ্যোগে এবং প্রথম আলো ট্রাস্টের সহযোগিতায় নোয়াখালীতে ২০টি প্রতিষ্ঠানের মাঝে ৪ হাজার ৭৭৬টি বই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালী প্রেসক্লাব মিলনায়তনে একটি বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বই বিতরণ কার্যক্রমে সহযোগিতা করে প্রথম আলো নোয়াখালী বন্ধুসভা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমান, নোয়াখালী জিলা স্কুলের অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক মাহফুজুর রহমান, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মাহমুদুর রহমান এবং প্রথম আলো বন্ধুসভার উপদেষ্টা সুমন নুর।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি আসিফ আহমেদ। তিনি বই পাওয়া প্রতিষ্ঠানগুলোর জন্য নোয়াখালী বন্ধুসভার উদ্যোগে শিক্ষার্থীদের নিয়ে পাঠচক্র আয়োজন এবং সেরা বইপড়ুয়াদের পুরস্কৃত করার ঘোষণা দেন।
বই বিতরণ অনুষ্ঠানে অতিথিরা বলেন, “যে যত বেশি বই পড়বে, সে তত বেশি জ্ঞান অর্জন করবে। জ্ঞানী ব্যক্তি জীবনের কোনো পরিস্থিতিতে বাধাগ্রস্ত হন না এবং সহজে কেউ তাঁকে প্রতারিতও করতে পারে না। একসময় স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার প্রতি গভীর আগ্রহ দেখা যেত, কিন্তু বর্তমানে বিভিন্ন কারণে তারা বই পড়া থেকে বিমুখ হয়ে পড়ছে। পাঠ্যবইয়ের বাইরে অন্য কোনো বই পড়ার প্রবণতা কমে গেছে। তাই শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উদ্যোগ নিতে হবে ছাত্রছাত্রীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তুলতে।”
চলতি বছর বিকাশ সারা দেশের সুবিধাবঞ্চিত শিক্ষাপ্রতিষ্ঠান, পাঠাগার এবং বৃদ্ধাশ্রমে মোট ১ লাখ ২০ হাজার বই বিতরণের উদ্যোগ নিয়েছে। এই মহতী উদ্যোগে বিকাশকে সহযোগিতা করছে প্রথম আলো ট্রাস্ট।
অনুষ্ঠানে নোয়াখালীর বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে বই বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠান হলো:
নোয়াখালী উচ্চবিদ্যালয়, মাইজদী গার্লস একাডেমি, জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ, পৌর কল্যাণ উচ্চবিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুল, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চবিদ্যালয়, আল ফারুক একাডেমি, মোহাম্মদ আবদুর রশিদ উচ্চবিদ্যালয়, মাইজদী বালিকা বিদ্যানিকেতন, ব্রাদার আন্দ্রে উচ্চবিদ্যালয়, আহম্মদিয়া আদর্শ উচ্চবিদ্যালয়, অরুণ চন্দ্র উচ্চবিদ্যালয়, মাইজদী সরকারি টেকনিক্যাল উচ্চবিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি কারিগরি উচ্চবিদ্যালয়, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চবিদ্যালয়, চর আমানউল্যাহ উচ্চবিদ্যালয়, দুর্গাপুর উচ্চবিদ্যালয়, বিজয় ৭১ গ্রন্থাগার, আলোর পাঠাগার এবং ভাষাসৈনিক কামাল উদ্দিন আহমেদ পাঠাগার।